Pages

Pages

Friday, November 5, 2021

বিজ্ঞপ্তি

 আসসালামু আলাইকুম।


কার্যনির্বাহী কমিটির প্রচেষ্টায় আমাদের কোম্পানির ব্যবস্থাপনায় প্রকল্পের সাইটে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা হচ্ছে। আজকে আইটি টেকনিশিয়ানের দ্বারা ক্যামেরা লাগানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি দুএক দিনের ভিতরেই আপনাদেরকে অনলাইন আইপি অ্যাড্রেস দিয়ে দিতে পারব। পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন আইপি অ্যাড্রেস এর মাধ্যমে আপনারা কাজের অগ্রগতির চাক্ষুষ ভিডিও দেখতে পারবেন। 


আইপি এড্রেসটি ল্যান্ডগ্রুপে প্রদান করা হবে। সকলেই এখান থেকে সংগ্রহ করে নিবেন। মোবাইল বা ডেক্সটপে যদি কারো আইপি অ্যাড্রেস এক্টিভেট না হয় তাহলে প্রকল্পের মুখপত্রের সাথে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করছি।


বিষয়টি সকলকে অবগতির জন্য প্রেরণ করা হলো।


মোঃ ফরহাদ আল মামুন

মুখপাত্র ও প্রকল্প নিরীক্ষক

ল্যান্ড গ্রুপ।

Related Posts:

  • বিজ্ঞপ্তি আসসালামু আলাইকুম। পিলারের অংশগুলো বালু দ্বারা ভরাট করা হচ্ছে। সাটারিং এর কাজ চলছে। দুই-একদিনের ভিতরে আবারও ঢালাই কাজ শুরু হবে। সকলেই প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের মান যাচাইয়ে নিজের আত্মতৃপ্তির নিশ্চয়তার জন্য স… Read More
  • বিজ্ঞপ্তি বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম। ল্যান্ড গ্রুপের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের বিল্ডিং নির্মাণাধীন প্রকল্পের সাইটে জনাব জাকির হুসাইন ভাই নিয়োজিত আছেন।  কিন্তু তিনি শারীরি… Read More
  • বিজ্ঞপ্তি০৫/১১/২০২১সকাল-দুপুর-বিকেল প্রতিনিয়ত টাইমিং করে কিউরিং করা হচ্ছে। বর্তমানে সাইটে অনেক সম্মানিত সদস্যগণ পরিদর্শন করে আসছেন। আজও অনেকেই গিয়েছিলেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে সকল সদস্য সাইটে ভিজিট করতে গিয়েছেন অনেকেই মেহ… Read More
  • বিজ্ঞপ্তি বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম। জনাব মোস্তাফিজুর রহমানকে তো আপনারা কেহই চিনতেন না বা জানতেনই না। এই বিষয়টা আমি আপনাদেরকে বলেছিলাম তখন আপনারা তার বিরোধিতা করেছেন, না না তা কে নেওয়া যাবে না! … Read More
  • বিজ্ঞপ্তি বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম। শামীম ভাই এবং ইঞ্জিনিয়ারের পর্যবেক্ষণ সার্বিক অর্থে অত্যন্ত প্রশংসনীয়। কাজ অত্যন্ত সঠিক নিখুঁত এবং দ্রুত গতিতে এগোচ্ছে।সকলকে একচ্ছত্র ভাবে কাজে সহযোগিতা করতে হবে… Read More

0 comments:

Post a Comment