Pages

Pages

Friday, November 5, 2021

বিজ্ঞপ্তি

 বিসমিল্লাহির রাহমানির রাহিম 


আসসালামু আলাইকুম। 


সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল শনিবার বিকাল ৩:৩০ মিনিটে কাওলাস্থ জমির উপরে কোম্পানির সাথে মালিকপক্ষের বিশেষ মিটিং আয়োজন করা হয়েছে। মিটিংয়ে ইঞ্জিনিয়ার রনি সাহেবও উপস্থিত থাকবেন।


মালিকপক্ষের মধ্য থেকে 

১। জনাব সাজিদুর রহমান,

২। জনাব আরিফুল ইসলাম,

৩। জনাব জাকির হোসেন, 

৪। জনাব আবুল বশার,

৫। জনাব আবদুল্লাহ আল মুমিন, 

৬। জনাব মনিরুজ্জামান এবং 

৭। জনাব জহিরুল ইসলাম সজল কে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এর বাহিরেও যদি কোন সদস্যের সময় হয় তাহলে মিটিংয়ে আহ্বান করছি।


মোঃ ফরহাদ আল মামুন

মুখপাত্র ও প্রকল্প নিরীক্ষক

ল্যান্ড গ্রুপ।

0 comments:

Post a Comment