Pages

Pages

Friday, November 5, 2021

বিজ্ঞপ্তি

 আসসালামু আলাইকুম।


আমাদের প্রকল্প নির্মাণে মান নির্ণয়ের ক্ষেত্রে চলমান পরিস্থিতির ওপর পর্যালোচনা করে কিছু পয়েন্ট উপস্থাপন করা হলোঃ


১। জাকির ভাই ল্যান্ড গ্রুপে ৯:৫৫ এ ভিডিও আপলোড করেছেন। আবার দ্বিতীয় ভিডিওটি আপলোড করেছেন ১১:৩৩ মিনিটে। ধরা যাক কমবেশি মিলিয়ে ২ ঘন্টা সময়।

কিন্তু আমাদের সদস্য যখন ১২:২০ মিনিটে প্রকল্প এলাকায় উপস্থিত হয়েছেন তখন জাকির ভাই ছিলনা। অন্য সূত্রে জানা গেছে তিনি প্রায় আধা ঘণ্টা আগেই প্রকল্প এলাকা থেকে বাইরে গেছেন। 


২। আমাদের কন্টাকটার এর কাছে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছেন ৫/৭ মিনিট আগে নামাজ পড়তে গেছে। এখানে দুটি বক্তব্যের ভিতর কিছুটা গরমিল পরিলক্ষিত হয়েছে। 


৩। যে সদস্য আমাদের প্রকল্প সাইডে গিয়েছিল তার বক্তব্য হল যে, মিক্সার এর কাজ হচ্ছে কিন্তু মিক্সার সঠিকভাবে হলো কিনা তা দেখার কেউ নাই। কন্টাকটার কি সঠিক রেশিও মোতাবেক মালামাল দিয়েছে কিনা তারও কোনো সঠিকতা পাওয়া গেল না। 


৪। অন্যদিকে কন্টাকটার যে মিক্সার তৈরি করবেন তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের জাকির ভাইয়ের। জাকির ভাই এর অনুপস্থিতিতে সিমেন্ট কম দিতে পারে এটাই স্বাভাবিক। 


৫। ইতিমধ্যেই একটি বিশ্বস্ত সূত্র সংবাদ পেয়েছি যে, আমাদের প্রকল্পে ব্যবহৃত সিমেন্ট এর পরিসংখ্যান এবং অনুপাত হিসাব বহির্ভূত গরমিল রয়েছে। আমি চাইনা যে, কাজের মালামাল এবং গুণাগুণের বিতর্কিত প্রয়োগে মালিকপক্ষ এবং কোম্পানির সাথে কোন প্রকার মনোমালিন্য হোক। কাজ চলমান থাকুক এটাই আমি চাই এবং এটাই আমাদের জন্য মঙ্গল।


৬। ইতিপূর্বে কার্যনিবাহী কমিটির নিকট অনেকবার বলা হয়েছে যে, জাকির ভাইকে ম্যাক্সিমাম সময় প্রকল্প এলাকায় পাওয়া যায় না। এটা শুধু আজকে নতুন নয়। উনি ওনার ব্যক্তিগত কাজেই বেশিরভাগ ব্যস্ত থাকেন। এক্ষেত্রে ৬ টি প্রমাণ হাতে মজুদ আছে।


৭। কথা বলাতেই কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না। কিছু অনুপ্রেরণা বা মনের ইচ্ছা থাকা অত্যন্ত জরুরী। যেহেতু জাকির ভাই এখানে কাজ করতে অনিচ্ছুক সে ক্ষেত্রে উনাকে জোর করে রাখাটাও আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। অন্যদিকে জাকির ভাই নিজেও অসুস্থতা অনুভব করছেন। তাই জাকির ভাই এর বিকল্প হিসেবে চিন্তা করার জন্য কার্যনির্বাহী কমিটিকে সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময় এসেছে বলে মনে করি। একজন কেয়ারটেকার রেখে তার পাশাপাশি জাকির ভাই কেও পার্টটাইম সম্মানী দিয়ে প্রকল্প এলাকায় নির্মাণের সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।


বিষয়টি সকলকে অবগতির জন্য প্রেরণ করা হলো।


মোঃ ফরহাদ আল মামুন

মুখপাত্র ও প্রকল্প নিরীক্ষক

ল্যান্ড গ্রুপ।

0 comments:

Post a Comment