Pages

Pages

Friday, November 5, 2021

বিজ্ঞপ্তি

 আসসালামু আলাইকুম।


ল্যান্ড গ্রুপের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আমাদের প্রকল্পের কাজ দ্রুততার সাথেই অগ্রসর হচ্ছে। সাইট পরিদর্শন করে এবং কন্টাকটার ও কোম্পানির সাথে কথা বলে কিছু বিষয়ে আপনাদের অবগত করার জন্য কাজের অগ্রগতি উপস্থাপন করা হলোঃ


১। ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে কাজের নিপুণতা রক্ষা করে প্রকল্প নির্মাণাধীন জটিলতা নিরসন করে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করা হচ্ছে। এক্ষেত্রে কাজের গতি অত্যন্ত আশানুরূপ বরঞ্চ আমি বলব অত্যন্ত গতিশীল। তাই কাজের সাথে মিল রেখে সবাইকে টাকার যোগান দেওয়াটাও আরও গতিশীল করতে হবে।


২। কোম্পানির প্রতিনিধি এবং কন্ট্রাকটর ল্যান্ড গ্রুপের মুখপাত্র কে অবগত করেছে যে, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে আমাদের কাজ গ্রেড বিম পর্যন্ত উঠে যাবে। তাই দুটি অ্যাকাউন্ট থেকেই পর্যাপ্ত টাকার যোগান দেওয়াটাও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতীয়মান হয়।


৩। কাজের গতি এরকম ভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যেই আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্রথম ছাদ সম্পন্ন হবে। তাতে দেখা যাচ্ছে কাজের অগ্রগতির সাথে টাকার যোগান আরো গতিশীল করা প্রয়োজন।


৪। বর্তমান পরিস্থিতির দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে কতিপয় সদস্য সঠিক সময়ে টাকা দিতে দেরি করছেন। এতে করে অন্যান্য সদস্যদের ওপর টাকার জন্য বাড়তি চাপ প্রয়োগ হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে আপনার টাকা আপনার বাড়ি। এ মূলমন্ত্রকে ধরে রাখতে হলে বা বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাকে টাকা দিতে হবে। এক্ষেত্রে গরিমশি বা বিলম্ব করার সুযোগ নেই। 


৫। অন্যদিকে যদি টাকা দিতে বিলম্ব হয় সে ক্ষেত্রে  চুক্তিপত্র অনুযায়ী মালিকপক্ষ কোম্পানিকে জরিমানা স্বরূপ অতিরিক্ত টাকা প্রদান করতে হবে। যদি অতিরিক্ত টাকা প্রদান করা হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে, যে সকল সদস্য বিলম্বে টাকা দিয়েছেন তাদেরকে বহন করতে হবে। 


৬। সকলকে মনে রাখতে হবে যে, একজনের টাকার জন্য অন্যজনের যেন কোন প্রকার অসুবিধা বা তার কারণে কাজের গতি স্থিতিশীল হয়ে যায় এরকম কোন পরিস্থিতির সৃষ্টি করা যাবে না। 


৭। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রেষণামূলক অনুপ্রেরণা প্রদান করতে হবে। কার্যনির্বাহী কমিটি আপনাদের সকলের নিকট আশা প্রকাশ করেন যে, সকল সদস্য সময় মত টাকা প্রদান করে ল্যান্ড গ্রুপের স্বপ্নকে বাস্তবায়ন দ্রুততর বা কাজকে ত্বরান্বিত করে নেওয়ার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবেন।


বিষয়গুলো সকলকে অবগতির জন্য প্রেরণ করা হলো।


মোঃ ফরহাদ আল মামুন

মুখপাত্র ও প্রকল্প নিরীক্ষক

ল্যান্ড গ্রুপ।

0 comments:

Post a Comment