Pages

Pages

Friday, November 5, 2021

বিজ্ঞপ্তি

 বিসমিল্লাহির রাহমানির রাহিম 


আসসালামু আলাইকুম। 


ল্যান্ড গ্রুপের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের বিল্ডিং নির্মাণাধীন প্রকল্পের সাইটে জনাব জাকির হুসাইন ভাই নিয়োজিত আছেন।  কিন্তু তিনি শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে আমাদের প্রকল্পের সাইটে ধারাবাহিকভাবে নিয়োজিত থাকতে পারবেন না মর্মে কার্যনির্বাহী কমিটিকে অবগত করেন। কার্যনির্বাহী কমিটি ওনার বক্তব্য আমলে নিয়েছে এবং ল্যান্ড গ্রুপের নির্মাণাধীন বিল্ডিং প্যারাডাইস প্যালেস হতে তাকে অব্যাহতি প্রদান করে তার স্হলে নতুন একজন প্রতিনিধি নিয়োগ করে।


এই পরিপেক্ষিতে জনাব মোঃ মনিরুজ্জামান (RAB) সাহেবের উত্থাপিত প্রস্তাবনায় মোঃ মেহেদী হাসানকে সার্বক্ষণিক নিয়োগের ব্যাপারে কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মোঃ মেহেদী হাসানের ব্যক্তিগত তথ্যাবলী নিম্নরূপঃ


১। নামঃ মোঃ মেহেদী হাসান

২। বয়সঃ ২৬ বছর

৩। শিক্ষাগত যোগ্যতাঃ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (ডিপ্লোমা)

৪। জেলাঃ চুয়াডাঙ্গা

৫। কনস্ট্রাকশন সম্পর্কিত অভিজ্ঞতাঃ হ্যা

৬। ভূমি মালিক পক্ষের সাথে সম্পর্কঃ জনাব মোঃ মনিরুজ্জামানের ছোট ভাই।(শ্যালক)।

৭। দৈনিক কর্তব্য পালনের সময় সীমাঃ ২৪ ঘন্টা

৮। বেতনঃ ১৬০০০ টাকা। দায়িত্ব পালনের দিক থেকে সন্তুষ্ট হলে ১০০০ টাকা বর্ধিত করে ১৭০০০ টাকা নির্ধারণ করা হবে।

৯। ড্রইং সম্পর্কে পর্যাপ্ত ধারণা রয়েছে।

১০। বর্তমানে ACI কোম্পানিতে কর্মরত আছেন।


বিষয়টি সকলের অবগতির  জন্য প্রেরণ করা হলো। 


কার্যনির্বাহী কমিটির পক্ষে

মোঃ ফরহাদ আল মামুন

মুখপাত্র ও প্রকল্প নিরীক্ষক

ল্যান্ড গ্রুপ।

Related Posts:

  • ইলেকট্রিক মালামালের নাম, সব হাউজ ওয়ারিং এর মালামাল ইলেকট্রিক মালামালের নাম, সব হাউজ ওয়ারিং এর মালামালআজ আমরা জানবো ইলেকট্রিক মালামালের নাম, হাউজ ওয়ারিং এর মালামাল পরিচিতি সমূহ বিস্তারিত ভাবে। আগের আর্টিকেলে আমরা জেনেছি ইলেকট্রিক হাউজ ওয়ারিং এর যন্ত্রপাতি সম… Read More
  • মিলাদ মাহফিলআল্লাহর অশেষ রহমতে আমাদের স্বপ্নের  প্যারাডাইস প্যালেস নির্মাণ কল্পে এক মিলাদ মাহফিলের আয়োজন করি। মিলাদে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহকারে আমাদের মধ্য থেকে কিছু সদস্য উপস্থিত থাকেন। প্রাণবন্ত পরিবেশে আমাদের কাজের সূচন… Read More
  • টেন্ডার উন্মুক্ত করণ ২৯ শে জানুয়ারি ২০২১ সালে ল্যান্ড গ্রুপের প্রকল্প বাস্তবায়নে এক সাধারন সভার মাধ্যমে টেন্ডার উন্মুক্ত করা হয়। টেন্ডারে কম্পোজিশন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি ১৩৯৮ টাকা স্কয়ার ফিটে কাজ পেয়েছেন।… Read More
  • কোম্পানির সাথে ডিট কপিকোম্পানির সাথে ডিট কপিগুলো দেয়া হলো। নোটারি করার মাধ্যমে আপগ্রেডিং করে আবার ওয়েবসাইটে আপলোড করা হবে।… Read More
  • কোম্পানির সাথে ডিট কার্যক্রমের দিন কোম্পানির সাথে ডিট কার্যক্রমের দিন আমার প্রিয় কিছু সদস্য। সকলে হাস্যোজ্জ্বল পরিবেশে আমাদের বিল্ডিং নির্মাণের জন্য কোম্পানি নিয়োগের চুক্তিনামা দলিল সম্পন্ন করি। সকলের মাঝে একটি প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।… Read More

0 comments:

Post a Comment