ল্যান্ডগ্রুপ এর কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা-জুলাই ২০২০ ইং
আসসালামুয়ালাইকুম।
মহান আল্লাহতালার কাছে অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ, করোনার এই দুর্বিষহ পরিস্থিতিতে আল্লাহতায়ালা আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে এখনো আমাদের স্বপ্নের প্রকল্পের কাজকে দুর্দান্ত গতিতে এগিয়ে নেওয়ার সামর্থ দান করেছেন। গত ১৩ ই জুলাই ল্যান্ড গ্রুপে মিটিং সম্পর্কে যে সকল সদস্যগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন তার পরিপ্রেক্ষিতে কমিটি সাধারণ সভা করার জন্য গুরুত্ব অনুধাবন করেছেন। যেহেতু করোনা পরিস্থিতিতে সাধারণ সভা করা কতটা যুক্তিসঙ্গত বা বাস্তবিক নয় তবুও কমিটির সাধারন সভার আহ্বান করেছেন। এছাড়াও কমিটি সিদ্ধান্ত গ্রহন করেছে করোনা পরিস্থিতিতে আমাদেরকে স্বশরীরে উপস্থিত হওয়া সম্ভব নাও হতে পারে তাছাড়া আমরা জানিনা আল্লাহতায়ালা এই গজব আমাদের থেকে কবে উঠিয়ে নিবেন। সেক্ষেত্রে টীম লিডারগণ টীমের পক্ষ হতে সকল সিদ্ধান্ত গ্রহন করবেন। কোন অজুহাতে প্রকল্পের কাজের গতি যেন ধীর না হয় সে বিষয় নিয়ে কাজ করছে কমিটি। যে সকল টীম লিডার ও সদস্য ঢাকাতে আছেন তাদের মাধ্যমে সরাসরি যে কাজ সম্পাদান করা দরকার সে কাজটা সম্পাদন করা হবে। আর অন্য সকল কাজ ও সিদ্ধান্ত ভার্চুয়াল পদ্ধতিতে হবে।
কাজের অগ্রগতি আরও ত্বরাণ্বিত রাখতে কার্যনির্বাহী কমিটি আগামী ২৫ জুলাই সকাল ১০ ঘটিকার সময় কাওলার আমাদের জমিতে এক সাধারন সভার আয়োজন করেছেন। সকল সদস্যকে উক্ত সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল। যারা উপস্থিত থাকতে পারবেন না তারা তাদের টীম লিডারদের সাথে পরামর্শ করবেন। সাধারণ সভায় নিম্নে বর্ণিত বিষয় নিয়ে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হবেঃ
১। বিল্ডিং কন্সট্রাকশনের ইঞ্জিনিয়ার কর্তৃক আর্কিটেকচারাল ড্রয়িং এর উপর বিস্তারিত আলোচনা সাপেক্ষে চূড়ান্তকরণ এবং আর্কিটেকচারাল ড্রয়িং এ সকল সদস্যের স্বাক্ষর পূর্বক প্রেরণ করা।
২। আর্কিটেকচারাল ড্রয়িং এ যদি কোন ইউনিটের লে-আউট এর মাপ সম্পর্কে আপত্তি থাকে তাহলে ইঞ্জিনিয়ারকে পুনরায় কাজ করে চূড়ান্ত করার জন্য নির্দেশ প্রদান করা যেতে পারে। এ পরিপেক্ষিতে আপনাদের সকলের মতামত সভায় উপস্থিত থেকে চূড়ান্ত করা এবং প্রেরণ করা হবে।
৩। আর্কিটেকচারাল ড্রইং এর উপর সম্পূর্ণ বিল্ডিং কন্সট্রাকশন এর লোড ক্যালকুলেশন সহ বিস্তারিত আলোচনা করা হবে।
৪। লোড ক্যালকুলেশন সম্পন্ন হওয়ার পর সমস্ত প্রকার ফিটিং সম্পর্কে আপনাদের মতামত গ্রহণযোগ্য বলে কমিটি অনুধাবন করছেন। তার জন্য সকলে মিলে যে সকল উপকরণাদি লাগবে তার একটি নির্দিষ্ট তালিকা ইঞ্জিনিয়ারকে দিতে হবে।
৫। আর্কিটেকচার যে ডিজাইন করেছেন তা নির্মাণের জন্য যে আর্থিক খরচ হবে, তার ওপর সকল সদস্যদের মতামত নেয়া এবং চূড়ান্তভাবে চুক্তিনামা দলিল প্রণয়ন করা।
৬। বিল্ডিং নির্মাণের জন্য যে পাইলিং ডাটাবেজ এসেছে তার সর্বনিম্ন ৬৫ ফুট এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ৮০ ফুট নির্ধারণ করা আছে। পাইলিং সম্পর্কিত যে দৈর্ঘ্য দেওয়া আছে তা যুক্তিসঙ্গত কিনা বা এর বেশি কম করা হবে কিনা এ বিষয়ের উপর সকলের মতামত আবশ্যক। যদিও আমাদের বিল্ডিংটি সর্বোচ্চ দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা ইতিমধ্যেই কমিটি গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে আর্থিক বিষয়াদি সম্পর্কে বিবেচ্য বিবেচনায় থাকবে।
৭। কোন কোন কাঁচামাল দিয়ে বিল্ডিং নির্মাণ হবে তার একটি সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করতে হবে। সেজন্য সকলের মতামত আবশ্যক এবং আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দমত কাঁচামাল সংযোজন বা বিয়োজন করতে পারবেন। বিল্ডিংয়ে সার্ভিস লাইন সংযোজনের ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধান পালন করার জন্য সকলের মতামত দিবেন।
৮। আপনারা ইতিমধ্যেই ড্রইং সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছেন। কিন্তু ড্রয়িং এ অপারেটর রুম, গার্ড রুম, জেনারেটর রুম, সিকিউরিটি রুম, পানির পাম্প, মসজিদ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা নাই। তাই এসব সেটআপ করার জন্য আপনাদের মতামত অত্যন্ত জরুরি।
৯। উপরের ৮ নম্বর পয়েন্টের উপর যদি আপনারা মতামত দিতে না মনে করেন তাহলে কার্যনির্বাহী কমিটি তা নির্ধারণ করে চূড়ান্তভাবে ড্রয়িং সম্পন্ন করবেন।
১০। বিল্ডিং কনস্ট্রাকশন ডিজাইন সম্পর্কিত সকল ধরনের পয়েন্টের উপর কার্যনির্বাহী কমিটি ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। যেহেতু এটি একটি সম্মিলিত প্রকল্প তাই সকলের সিদ্ধান্তকে কার্যনির্বাহী কমিটি গুরুত্বের সাথে বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। তাই আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় উপরোক্ত পয়েন্টগুলো সবাই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আল্লাহ তাআলার অশেষ রহমত এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সম্মিলিত থাকলে ইনশাআল্লাহ আমাদের প্রকল্প বাস্তবায়ন হবে । কার্যনির্বাহী কমিটি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছেন।
কার্যনির্বাহী কমিটির পক্ষে
মুখপাত্র
মোঃ ফরহাদ আল মামুন
ল্যান্ড গ্রুপ।
0 comments:
Post a Comment