মানুষ একা বাস করতে পারে না। মানুষের প্রয়োজন হয় বন্ধুর। এখানে একেক জন একেক জায়গার তবুও আমরা একটি পরিবার । আমাদের লক্ষ এক। একটি স্বপ্নের বাড়ি তৈরি করা । সবার প্রচেষ্টা এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সফল হব।
অনেকেই আছেন গ্রুপের মেসেজ দেখেন না বা অনলাইনে আসেন না। আশা করছি সকলেই সকলকে তথ্য গুলো জানিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় ইমুতে মেসেজ গুলো অনেক পিছনে পড়ে যায়। ফলে মেসেজগুলো অনেকের অগোচরেই থেকে যায়। তাই ইমুর পাশাপাশি অনলাইন সাইটে এসব তথ্যগুলো পাবেন। এগুলো স্থায়ী,পরিষ্কার এবং সকলে প্রমাণস্বরূপ ডাউনলোড করে রাখতে পারবেন। অনলাইন সাইটে নিউ নিউজ সেকশনে এখন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবার হোম সেকশনেও রাখা হবে। আশা করছি সকলেই সাইটে ভিজিট করে তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন। খুব শীঘ্রই আরো অনেক তথ্য ইমুর পাশাপাশি অনলাইনে সংযোজন করা হবে।
0 comments:
Post a Comment