Pages

Pages

Mamun

Love For everyone

Mamun

Love For everyone

Soul Test

Activities

Mamun

Love For everyone

Mamun

Love For everyone

Mamun

Love For everyone

Mamun

Love For everyone

Mamun

Love For everyone

Mamun

Love For everyone

Mamun

Love For everyone

Friday, September 11, 2020

ইলেকট্রিক মালামালের নাম, সব হাউজ ওয়ারিং এর মালামাল

 

ইলেকট্রিক মালামালের নাম, সব হাউজ ওয়ারিং এর মালামাল

আজ আমরা জানবো ইলেকট্রিক মালামালের নাম, হাউজ ওয়ারিং এর মালামাল পরিচিতি সমূহ বিস্তারিত ভাবে। আগের আর্টিকেলে আমরা জেনেছি ইলেকট্রিক হাউজ ওয়ারিং এর যন্ত্রপাতি সমূহ নিয়ে বিস্তারিত। আপনি যদি ইলেকট্রিক হাউজ ওয়ারিং শিখতে চান তাহলে আপনাকে হাউজ ওয়ারিং এর প্রয়োজনীয় মালামাল গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আপনি যদি দক্ষ ইলেকট্রিক টেকনিশিয়ান হতে চান এবং ইলেকটিক্যাল কাজের উপর নিজের ক্যারিয়ার গড়তে চান ও আয় করতে চান তাহলে ধর্য ধরে পুরো আর্টিকেলটি পড়ুন। সাথে সাথে ইলেকট্রিক মালামালের নাম ছবি সহকারে দেখুন ও ব্যবহার জানুন।

হাউজ ওয়ারিং এর মালামাল :

আজ আমি আপনাদের জন্য নিচে ইলেকট্রিক মালামালের নাম পরিচিতি, ছবি ও দাম সহকারে প্রতিটা হাউজ ওয়ারিং এর মালামাল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি। এর পরের আর্টিকেল থেকে প্যাকটিক্যাল কাজ করার নিয়ম সম্পর্কে ধীরে ধীরে জানতে থাকবেন। যদি আপনাদের কমেন্ট এবং শেখার আগ্রহ দেখা যায় তাহলে হাউজ ওয়ারিং এর উপর নিয়মিত নতুন নতুন টপিক নিয়ে আর্টিকেল পাবলিশ করা হবে। এজন্য এখুনি মতামত কমেন্ট করুন।

ইলেকট্রিক সুইচ :

হাউজ ওয়ারিং এর মালামাল গুলো মধ্যে আমরা সব থেকে যেটা বেশি ব্যবহার করি তার নাম হলে ইলেকট্রিক সুইচ। ইলেকট্রিক সুইচের কাজ সাধারণত অন-অফ করা। যা বাজারে কিনতে গেলে ২০-৩০ টাকার মধ্যে পেয়ে যাবেন। ইলেকট্রিক মালামালের নাম গুলো খোঁজ করলে বাজারে বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক সুইচ পাবেন। যেমন- সুপার স্টার, সুপার প্লাস, প্রিতি ইত্যাদি ব্রান্ডের। ইলেকটিক সংযোগে সুইচ গুলো সিরিজ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। বেশির ভাগ সুইচে দুইটা তার লাগানোর পিন থাকে।

ইলেকট্রিক সুইচ এর ছবি
ইলেকট্রিক সুইচ এর ছবি

কলিং বেল সুইচ :

হাউজ ওয়ারিং এর মালামাল গুলোর মধ্যে ২য়টি হলো ইলেকট্রিক কলিং বেল সুইচ। এটি কলিং বেলের জন্য বাড়ির দরজার সামনে ইলেকট্রিক বোর্ডে ব্যবহার করা হয়ে থাকে। এই সুইচটি স্পিরিং ব্যবহার করে তৈরী করা হয়ে থাকে ফলে প্রেস করলেও আবার আগের পজিশনে চলে আসে। কলিং বেল সুইচটিও সার্কিটে সিরিজ হিসাবে একটি তারে ব্যবহার করা হয়ে থাকে। বাজারে ইলেকট্রিক মালামালের নাম দেখতে গেলে এটাও অনেক কেম্পানির পাওয়া যায়। যার বাজার মূল্য ২০-৩০ টাকার মধ্যে হয়ে থাকে। নিচে কলিং বেল সুইচের ছবি দেওয়া হয়েছে।

কলিং বেল সুইচ এর ছবি
কলিং বেল সুইচ এর ছবি

ইলেকট্রিক সকেট :

ইলেকট্রিক মালামালের নাম জানতে হলে আপনাকে ইলেকট্রিক সকেটের নাম জানতে হবে। সাধারণত যেকোন ধরণের ইলেকট্রনিক্স ডিভাইসকে কারেন্টর সাথে সংযোগ দেওয়ার জন্য ইলেকট্রিক সকেট ব্যবহার করা হয় এটাকে প্লাগও বলা হয়। ইলেকট্রিক সকেট সার্কিটে প্যারালাল ভাবে সংযোগ করা থাকে। যার দুইটা পিনের একটা পিন নেগেটিভ বা নিউটাল সংযোগ করা হয় অপর টা পজেটিভ বা ফেইজ সংযোগ করা হয়ে থাকে। হাউজ ওয়ারিং এর মালামাল গুলোর মধ্যে ইলেকট্রিক সকেট বাজারে ২০-৩০ টাকার মধ্যে পাওয়া যায়। নিচে ইলেকট্রিক সকেটের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক সকেট এর ছবি
ইলেকট্রিক সকেট এর ছবি

ইলেকট্রিক ইন্ডিকেটর :

হাউজ ওয়ারিং এর মালামাল গুলো মধ্যে ইলেকট্রিক সুইচ বোর্ডে যে জিনিসটি সব সময় জ্বলে থাকে। আমরা যেটার সাহায্যে ইলেকট্রিক বোডের দিকে তাকালে বুঝতে পারি কারেন্ট আছে কি নাই, তার নাম হলো ইন্ডিকেটর। ইলেকট্রিক মালামালের নাম দেখলে বাজারে বিভিন্ন কোম্পানির ইন্ডিকেটর পাওয়া যায়। যার বাজার মূল্য ২০-৩০ টাকার মধ্যে হয়ে থাকে। ইলেকট্রিক ইন্ডিকেটর বোর্ডে প্যারালাল সংযোগ করে লাগানো থাকে। এর দুইটা পিনের মধ্যে একটা পজেটিভ আর একটা নেগেটিভ লাইন করা থাকে। নিচে ইলেকটিক ইন্ডিকেটর এর ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক ইন্ডিকেটর এর ছবি
ইলেকট্রিক ইন্ডিকেটর এর ছবি

ফ্যান রেগুলেটর :

ইলেকট্রিক হাউজ ওয়ারিং এর মালামাল গুলোর মধ্যে ফ্যান রেগুলেটর গরমের সময় সব থেকে বেশি নষ্ট হয়ে থাকে তাই পরিবর্তন করার প্রয়োজন পড়ে। বেশির ভাগ সময় ফ্যান কোম্পানি নতুন ফ্যানের সাথে তাদের ব্রান্ডের রেগুলেটর দিয়ে থাকে। তবে ওয়্যারিং এর কাজ করতে হলে আপনাকে ফ্রি রেগুলেটর এর আশা করা যাবে না। সব কিছু এক সাথে কিনে নিতে হবে। রেগুলেটর সার্কিটের সুইচের সাথে সিরিজ হিসাবে লাইন করা থাকে। ইলেকট্রিক মালামালের নাম এর মধ্যে ফ্যান রেগুলেটর কমন অনেক কেম্পানির কিনতে পাওয়া যায়। যার বাজার মূল্য ১ বছরের গ্যারেন্টি সহকারে ৫০-১৫০ টাকা হয়ে থাকে। নিচে ফ্যান রেগুলেটরের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক ফ্যান রেগুলেটর এর ছবি
ফ্যান রেগুলেটর এর ছবি

ইলেকট্রিক ফিউজ :

হাউজ ওয়ারিং এর মালামাল এর মধ্যে ইলেকট্রিক ফিউজ অন্যতম একটি ডিভাইস বলা যায়। ইলেকট্রিক ফিউজ এর কাজ হলো ঘরের সার্কিট কে সুরক্ষিত রাখা। যেমন- কোন সমস্যা বা শর্ট সার্কিট জনিত কারণে এটার ভিতরে থাকা চিকন তার কেটে গিয়ে অগ্নি রোধ বা দূর্ঘটনা থেকে ঘর রক্ষা করে। এটা ফেইজ লাইনে সিরিজ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ইলেকট্রিক মালামালের নাম এর মধ্যে বাজারে বিভিন্ন কোম্পানির নামে ফিউজ পাওয়া যায়। ফ্রিজের বাজার দাম ২০-৩০ টাকার মধ্যে হয়ে থাকে। নিচে ইলেকট্রিক সার্কিট ফিউজের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক ফিউজ এর ছবি
ইলেকট্রিক ফিউজ এর ছবি

সিরামিক কাট আউট :

ইলেকট্রিক হাউজ ওয়ারিং এর মালামাল এর মধ্যে সিরামিক কাট আউট হলো এক ধরণের উন্নত ফিউজ। সাধারণ ফিউজ ও কাট আউটের মধ্যে পার্থক্য হলো সাধারণ ফিউজ ছোট প্লস্টিক ও নরমাল হয়ে থাকে কিন্তু কাট আউট বড় আকৃতির সিরামিক হয়ে থাকে। কাট আউট আমরা সব সময় মেইন লাইনে ব্যবহার করে থাকি। যেন ঘরের লাইনে কোন সমস্যা হলেই কাট আউট কেটে যায়। সিরামিক কাট আউট লাইনে সিরিজ হিসাবে ব্যবহার করা হয়। আপনি যদি ইলেকট্রিক মালামালের নাম বাজার যাচাই করেন তাহলে এটাও বিভিন্ন কোম্পানির ৩০-৬০ টাকার মধ্যে পেয়ে যাবেন। নিচের সিরাসিক কাট আউটের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক সিরামিক কাট আউট এর ছবি
সিরামিক কাট আউট এর ছবি

ইলেকট্রিক মেইন সুইচ :

হাউজ ওয়ারিং এর মালামাল এর মধ্যে সব থেকে বড় যে সুইচটি মেইন লাইনের সাথে লাগানো থাকে তাকে মেইন সুইচ বলে। মোটকথা যে সুইচ অফ করলে পুরো বাড়ির লাইন অফ হয়ে যায় তাকেই মেইন সুইচ বলা হয়। আপনি ইলেকট্রিক মালামালের নাম যাচাই করলে ইলেকট্রিক মেইন সুইচ বিভিন্ন নামে ও বিভিন্ন দামে বাজারে পেয়ে যাবেন। যেমন ১০০-১০০০ টাকারও বেশি, তবে যেমন দাম তেমনী কার্যকারিতা থাকবে। মেইন সুইচ তারে সিরিজ করে লাগানো থাকে নিচের ইলেকট্রিক মেইন সুইচের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক মেইন সুইচ এর ছবি
ইলেকট্রিক মেইন সুইচ এর ছবি

এমসি অটো সুইচ :

ইলেকট্রিক এমসি সুইচ হলো এক ধরণের নতুন ও উন্নত মানের টেকশই দামি সুইচ। সাধারণত ইন্ডাস্ট্রি বা হাই লোডেড মেশিনে এ ধরনের সুইচ ব্যবহার করা হয়। ইলেকট্রিক এমসি সুইচ অটোমেটিক হিসাবে কাজ করে। মনে করুন আপনার মেশিনের কোন সমস্যা হয়েছে তখন এমসি সুইচ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ইলেকট্রিক মালামালের দামের মধ্যে এমসি সুইচ হাউজ ওয়ারিং এর মালামাল এর দাম অনেক বেশি নিচের এমসি অটো সুইচের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক এমসি অটো সুইচ এর ছবি
এমসি অটো সুইচ এর ছবি

ইলেকট্রিক গ্যাং সুইচ  :

বর্তমানে বেশির ভাগ হাউস ওয়্যারিং এর কাজে ইলেকট্রিক গ্যাং সুইচ ব্যবহার করা হচ্ছে। গ্যাং সুইচ বলতে একই সাথে এক বা একাধিক সুইচ থাকাকে বোঝায়। ইলেকট্রিক গ্যাং সুইচ ওয়্যারিং এর কাজ অনেক সহজেই করা যায় এবং বেশি টেকশই ও স্টইলেস হওয়ায় বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ইলেকট্রিক গ্যাং মালামলের নাম বিভিন্ন হয়ে থাকে। আপনি যদি হাউস ওয়্যারিং এর মালামাল গুলোতে গ্যাং সুইচ ব্যবহার করেন তাহলে খরচ অনেক বেশি হবে। নিচের গ্যাং সুইচের সকল ছবি দেওয়া হয়েছে এটা নিয়ে আরো বিস্তারিত একটা আর্টিকেল প্রকাশ করা হবে।

সব ইলেকট্রিক গ্যাং সুইচ এর ছবি
ইলেকট্রিক গ্যাং সুইচ এর ছবি

ইলেকট্রিক ফাইবার বোর্ড :

হাউজ ওয়ারিং এর মালামাল এর মধ্যে ইলেকট্রিক ফাইবার বোর্ড এমন একটি কম্পোনেন্ট যার উপরে সুইচ গুলো আটকানোর জন্য খাঁচ কাটা থাকে। আপনি যত পয়েন্টের বোর্ড চান তার মাপে এসকল খাঁচ কেটে নিতে হয়। তবে বর্তমানে সব রেডিমেট করা থাকে আপনি শুধু বোর্ডের মাপ জেনে বাজার থেকে ক্রয় করে নিতে পারবেন। ইলেকট্রিক ফাইবার বোর্ড সাইজ অনুসারে দাম হয়ে থাকে। আপনি ইলেকট্রিক এর দোকানে গিয়ে দাম জেনে নিতে পারেন। নিচের ইলেকট্রিক ভাইবার বোর্ড এর ছবি দেওয়া হয়েছে।

সব ইলেকট্রিক ফাইবার বোর্ড এর ছবি
ইলেকট্রিক ফাইবার বোর্ড এর ছবি

ইলেকট্রিক প্লাস্টিক বোর্ড :

হাউস ওয়্যারিং এর জন্য ইলেকট্রিক সুইচ যেখানে বসানো হয় সেখানে খাঁচ কাটা থাকে। তেমনী উপরের ফাইবার বোর্ডের মত প্লাস্টিকের বোর্ড বাজারে পাওয়া যায় । যারা সাময়িক ভাবে কম টাকাতে ঘর ওয়্যারিং করতে চাই বা দেওয়ালের উপরে বোর্ড বসাতে চাই তাদের জন্য এসকল প্লাস্টিক বোর্ড কিনতে পারেন এতে ওয়্যারিং খরচ অনেক কম হয়। দেওয়াল না কোটে দেওয়ালের উপর পেরেক বা স্ক্রু দিয়ে আটকিয়ে ঘর ওয়্যারিং করা যায় নিচে প্লাস্টিক সুইচ বোর্ড এর ছবি দেওয়া হয়েছে।

সব ইলেকট্রিক প্লাস্টিক বোর্ড এর ছবি
ইলেকট্রিক প্লাস্টিক বোর্ড এর ছবি

রয়েল পিন,স্টার,মাইনাস স্কু :

ইলেকট্রিক কাজ করতে রয়েল পিন ও স্টার/মাইনাস স্ক্রু প্রচুর ব্যবহার করা হয়। যেকোন ধরণের বোর্ড দেওয়ালে আটকাতে হলে রয়েল পিন, স্টার/মাইনাস স্কু প্রয়োজন হয়ে থাকে। আপনি হাউস ওয়্যারিং এর জন্য যখন কোন ড্রিলিং বা দেওয়াল ছেদ করবেন তখন সেই ছেদে রয়েল পিন প্রবেশ করিয়ে স্ক্রু দিয়ে আটকানোর জন্য রয়েল পিন, স্টার/মাইনাস স্কু ব্যবহার করা হয়। নিচে রয়েল পিন, স্টার/মাইনাস স্কু এর ছবি দেওয়া হয়েছে।

রয়েল পিন, স্টার, মাইনাস স্কু এর ছবি

ইলেকট্রিক স্টিল বোর্ড :

হাউস ওয়্যারিং এর মালামালের মধ্যে ইলেকট্রিক স্টিল বোর্ড দেওয়াল কেটে সিমেন্ট দিয়ে জ্যাম দেওয়া হয় তারপর যখন ঘরের কাজ পুরো শেষ হয়ে যায় তখন ঘর ওয়্যারিং করার সময় তাতে ফাইবার বোর্ড বা গ্যাং সুইচ বোড গুলো স্ক্রু দিয়ে লাগানো হয়। এসকল ইলেকট্রিক স্টিল বোর্ড বিভিন্ন সাইজের হয়ে থাকে। ফাইবার বোর্ডের মত ৪/৪, ৪/৬, ৪/১২, ৮/১০ ইত্যাদি বিভিন্ন মাপের হয়ে থাকে। ইলেকট্রিক স্টিল বোর্ড এর দাম সাইজ অনুসারে হয়ে থাকে। নিচের ইলেকট্রিক সুইচ স্টিল বোর্ডের ছবি দেওয়া হয়েছে।  

সকল ইলেকট্রিক স্টিল বোর্ড এর ছবি
ইলেকট্রিক স্টিল বোর্ড এর ছবি

ইলেকট্রিক সিলিং রোজ :

হাউস ওয়্যারিং এজন্য ঘরের ছাদের সাথে কানেকশন করে যে সার্কুলার বক্স লাগানো হয়ে থাকে তাকে সিলিং রোজ বলে। সিলিং রোজ ব্যবহার করা হয়ে থাকে যেন সেখানে পরবর্তীতে যেন যেকোন সময় ফ্যান লাইট ইত্যাদি লাগানো যায়। ইলেকট্রিক সিলিং রোজের বাজার দাম ২৫-৩০ টাকা। সিলিং রোজে সার্কিটের নেগেটিভ ও পজেটিভ তার লাগানো থাকে ফলে সিলিং রোজের সাথে যেকোন ডিভাইস লাগিয়ে চালানো যায়। নিচে সিলিং রোজের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক সিলিং রোজ এর ছবি
ইলেকট্রিক সিলিং রোজ এর ছবি

ইলেকট্রিক বাটম হোল্ডার :

বাটাম হোল্ডার হলো দেওয়ালের সাথে বাল্প লাগানোর জন্য যে হোল্ডার ব্যবহার করা হয় তাকে বাটাম হোল্ডার বলা হয়ে থাকে। ইলেকট্রিক মালামালের নাম জানতে গিয়ে আপনি আজ হয়ত নতুন নতুন নাম জানলেন। কিন্তু আপনি জানেন কি ইলেকট্রিক হাউস ওয়ারিং শিখতে হলে এগুলো জানা তেমন কিছু নয়। বাজারে ইলেকট্রিক বাটাম হোল্ডারের দাম ৩০-৪০ টাকার মধ্যে হয়ে থাকে বাটাম হোল্ডারে নেগেটিভ পজেটিভ লাইন দেওয়া থাকে নিচে বাটম হোল্ডারের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক বাটম হোল্ডার এর ছবি
ইলেকট্রিক বাটম হোল্ডার এর ছবি

ইলেকট্রিক তার ওয়্যার :

হাউস ওয়ারিং ইলেকট্রিক মালামালের মধ্যে যে জিনিসটা চেনা সবচেয়ে কঠিন মনে হতে পারে সেটা হলো ইলেকট্রিক তার বা ওয়্যার। কারণ ইলেকট্রিক হাউস ওয়্যারিং এর তার বিভিন্ন নম্বরে ও বিভন্ন কোম্পানির হয়ে থাকে। যেমন -14/76, 3/20, 3/22, 7/20, 7/22। তবে মনে রাখবেন ঘরের ভিতরে সাধারণত 3/20, 3/22 তার ব্যবহার করা হয় বেশি আর মেইন লাইন গুলোতে 7/20, 7/22 তার ব্যবহার করা হয়ে থাকে। এসব তারের দাম ও মাপ আপনি যেকোন ইলেকট্রিক এর দোকানে দেখে নিতে পারেন। নিচের ইলেকট্রিক তারের কিছু নমুনা ছবি দেওয়া হয়েছে।

বিভিন্ন ইলেকট্রিক ওয়্যার এর ছবি
ইলেকট্রিক তার ওয়্যার এর ছবি

ইলেকট্রিক ওয়্যারিং পাইপ :

আপনি যদি দেওয়াল কেটে হাউস ওয়্যারিং করতে চান তাহলে আপনাকে ওয়্যারিং পাইব সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে কোথায় কতটা তার প্রবেশ করাবেন আর যে পাইপ ব্যবহার করছেন তার মধ্যে সেগুলো আটবে কি-না। যেমন সিঙ্গেল তার প্রবেশ করলে ¼, বা ½, ইঞ্চি পাইপ দিতে পারবেন আর বেশি তার প্রবেশ করালে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পাইপ দেওয়ালের মধ্যে দিতে পারবেন। আর দেওয়ালের উপরের জন্য বাটাম পাইপ দিতে পারেন। যেগুলো বাজারে বিভিন্ন দামে পাওয়া যায় নিচে ইলেকট্রিক ওয়্যারিং পাইপের কিছু ছবি দেওয়া হয়েছে।

হাউস ওয়্যারিং পাইপ এর ছবি
ইলেকট্রিক ওয়্যারিং পাইপ এর ছবি

ইলেকট্রিক ফিটিংস :

হাউস ওয়ারিং এর গুরুত্বপূর্ণ ম্যাটারিয়াল গুলোর মধ্যে ঘরে, বাইরে, ছাদে, দেওয়ালে পাইপের সাথে সংযোগ করতে যে ফিটিংস গুলো ব্যবহার করা হয় তাকে ইলেকট্রিক ফিটিংস বলে। এসকল ফিটিংস পাইপের সাইজ অনুসারে তৈরী করা হয়। হাউস ওয়্যারিং এর মালামালের নাম এর মধ্যে এলবো, সার্কুলার বক্স, জয়েন্টার ইত্যাদি রয়েছে, এগুলোর নাম অতটা জানার প্রয়োজন নেই কারণ ইলেকট্রিক এর দোকানে গেলে ওরাই মনে করে লিখে দিবে। নিচে বিভিন্ন ধরণের ইলেকট্রিক ফিটিংস এর ছবি দেওয়া হয়েছে।

হাউস ওয়্যারিং ফিটিংস এর ছবি
ইলেকট্রিক ফিটিংস এর ছবি

ইলেকট্রিক ব্লক টেপ :

হাউস ওয়্যারিং এর মালামাল কিনতে গেলে সব কিছু কেনার সময় টেপ কিনতে হবে সেটা আপনার তারের সাথে মিল রেখে ক্রয় করবেন। যেমন- লাল, কালো, নীল, সাদা, ইত্যাদি হতে পারে। ইলেকট্রিক টেপ হলো অঠা যুক্ত এক ধরণের প্লাস্টিক আবরণ, হাউস ওয়্যারিং করার সময় যেকোন ধরণের জয়েন্টে জড়িয়ে লিক প্রুভ করতে কাজে লাগানো হয়ে থাকে। হতে পারে সেটা তারের জয়েন্ট অথবা পাইপের জয়েন্ট নিচে ইলেকট্রিক টেপের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক ব্লক টেপ এর ছবি
ইলেকট্রিক ব্লক টেপ এর ছবি

ইলেকট্রিক ফ্যান হুক :

ছাদের ঢালাইলের আগে রডের সাথে ফ্যান আটাকানের জন্য যে এঙ্গেল দেওয়া হয়। আপনি যদি ছাদ ঢালাইয়ের সময় এসব ফ্যান হুক না দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে ছাদ ফুটো করে ফ্যান আটকানো অনেক ঝামেলা ও রিস্কি হয়ে যাবে। তাই হাউস ওয়্যারিং করার সময় যখন ছাদে পাইপ ফেলবেন তখন মনে করে অবশ্যই রডের ফ্যান হুক গুলো পজিশন দেখে দিতে হবে। উদাহারণ স্বরুপ নিচে ফ্যান হুকের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক ফ্যান হুক এর ছবি
ইলেকট্রিক ফ্যান হুক এর ছবি

ইলেকট্রিক লাইট বাল্ব :

আপনি বাজার যাচাই করলে হাজারও রকম ইলেকট্রিক লাইট ও বাল্ব কিনতে পারবেন। আর যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন ধরণের বাল্প বাজারে আসছে আর আপনি নিজের বাড়িতে ব্যবহার করছেন সেক্ষেত্রে হয়ত লাইট সম্পর্কে আপনাদের তেমন কিছু জানার প্রয়োজন নেই। বাজারে বিভিন্ন দামে, বিভিন্ন ধরণের বাল্প কিনতে পাবেন। যেমন- ফিলামেন্ট, এলইডি, এনার্জি, টিউব লাইট ইত্যাদি। নিচে উদাহারণ স্বরুপ একটি বল্পের ছবি দেওয়া হয়েছে।

ইলেকট্রিক লাইট বাল্ব এর ছবি
ইলেকট্রিক লাইট বাল্ব এর ছবি

আজকের ইলেকট্রিক হাউস ওয়্যারিং এর ২য় পর্বে আশা করছি আপনারা ইলেকট্রিক হাউস ওয়্যারিং যন্ত্রপাতি ও হাউস ওয়্যারিং ম্যাটেরিয়াল সম্পর্কে পরিস্কার ধারণা পেয়েছেন। এবার থেকে আমরা হাউস ওয়্যারিং সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে থাকবো। উপরের কোন বিষয়ে যদি কোথাও আপনাদের বুঝতে কোন সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুন এবং আর্টিকেলটি ভালো হলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করুন।

Saturday, August 1, 2020

সাধারণ সভা আহ্বান

আসসালামুয়ালাইকুম।

ল্যান্ড গ্রুপের সকল সদস্যগন, আশা করি ভাল আছেন।আপনাদেরকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই অন্তরের অন্তস্থল এর হৃদয় রাঙানো ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের কাজকে আরও গতিশীল করতে এবং সবার সুস্পষ্ট ধারণা নিতে আমরা নিম্নলিখিত পয়েন্টগুলো সম্পর্কে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করব। এ সকল সিদ্ধান্ত নেওয়ার জন্য এক সাধারন সভার আয়োজন করা হবে। উল্লেখ্য যে, যথারীতি কার্যনির্বাহী কমিটি মিটিং এর তারিখ ঠিক করে আসছেন। কিন্তু কার্যনির্বাহী কমিটি সবার সুযোগ সুবিধা বিবেচনা করে মিটিং এর তারিখ আহ্বান করেছেন। এই তারিখটি আপনাদের সুযোগ সুবিধা মত দিবেন তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ঈদের পরবর্তী কয়েকদিনের মধ্যে হয়।  কার্যনিবাহী কমিটি, সর্বোচ্চ সংখ্যক সদস্য উপস্থিত থাকতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

 মিটিংয়ে আলোচনার বিষয়বস্তুঃ
১। জমি কেনার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সমস্ত প্রকার টাকা লেনদেনের হিসাব-নিকাশ সকলকে বুঝিয়ে দেওয়া।
 
২। কোন খাতে ব্যয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা সকলকে জানিয়ে দেওয়া।

৩। চলতি হিসাব সঠিকভাবে সকল সদস্যকে বুঝিয়ে দেওয়ার পর ল্যান্ড গ্রুপের প্রথম পর্যায়ের হিসাব-নিকাশের ইতি টানা হবে। 

৪। পরবর্তী ধাপ হিসেবে পাইলিংয়ের কার্যক্রম হতে দ্বিতীয় পর্যায়ের হিসাব-নিকাশ শুরু করা হবে।

৫। ল্যান্ড গ্রুপের সকল সদস্যদের মধ্যকার চুক্তিনামা দলিলের চূড়ান্ত কপি তৈরি করা হয়েছে। যাহা আপনারা সবাই পূর্বেই অবগত আছেন। সকলের স্বাক্ষর সহকারে দলিলটি সংরক্ষিত করা হবে।

৬। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক এই দোয়া সবসময়ই করি। তথাপিও যেকোনো অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেন সঠিক ভাবে সামনের দিকে এগিয়ে চলতে পারি সেজন্য সকলের দুই কপি করে বায়োডাটা শিট তৈরি করা হয়েছে। যার মাধ্যমে আপনার অবর্তমানে কে এ প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যাবে সে সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ করা হবে।

৭। কোম্পানি নিয়োগ করার ক্ষেত্রে একটি বিধিমালা কার্যনির্বাহী কমিটি কর্তৃক প্রণয়ন করা হয়েছে। বিল্ডিং কন্সট্রাকশন জনিত সমস্ত প্রকার সরঞ্জামাদির লিস্ট এখানে করা আছে। বিল্ডিং নির্মাণের খরচ এবং সরঞ্জামাদির তালিকা প্রণয়ন করা হবে।

আপনাদের পছন্দমত একটি মিটিংয়ের তারিখ ঈদের পরবর্তী সময়ের মধ্যে ল্যান্ড গ্রুপকে জানানোর জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য কার্যনির্বাহী কমিটির সকলকে আন্তরিক উদাত্ত আহ্বান জানাচ্ছেন।

কার্যনির্বাহী কমিটির পক্ষে
মুখপাত্র
ল্যান্ড গ্রুপ।



Saturday, July 25, 2020

ধন্যবাদ।

আসসালামুয়ালাইকুম।

ল্যান্ড গ্রুপের সকল সদস্যদের আজকের মিটিং এ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আজকের সভার সভাপতি মোঃ নুর ইসলাম সরকার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের মিটিংটি সফল এবং সার্থক হয়েছে। সকলেই আমাদের বিল্ডিং এর ড্রয়িং দেখে আনন্দিত এবং উৎফুল্ল। সেইসাথে কার্যনির্বাহী কমিটিও সবার প্রতি কৃতজ্ঞ। মিটিং এর প্রতি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, আমরা সবাইকে সহযোগিতা করছি এবং আমাদের প্রকল্প বাস্তবে রূপ নিবে ইনশা'আল্লাহ। কার্যনির্বাহী কমিটির আবারো আপনাদের ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামীনের রহমত কামনা করে সামনে এগিয়ে চলার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

আল্লাহ রব্বুল আলামীন আমাদের সহায় হোন । 
আমিন।

মুখপাত্র 
ল্যান্ড গ্রুপ



Friday, July 24, 2020

বাংলাদেশে গৃহ ঋণ

বাংলাদেশে গৃহ ঋণ

 

 

গৃহনির্মাণ অর্থসংস্থান  একক ব্যক্তি বা পরিবার কিংবা অনেক পরিবারের বসবাসের জন্য একতলা বা বহুতল আবাসিক ভবন নির্মাণের জন্য গৃহনির্মাণ অর্থসংস্থান প্রয়োজন হয়। পাকিস্তান আমলে মুখ্যত সরকারের গণপূর্ত বিভাগই কর্মকর্তা-কর্মচারীর জন্য বাসভবন নির্মাণ কার্যক্রম পরিচালনা করত। সরকারের অন্যান্য কোনো কোনো বিভাগও তাদের কর্মকর্তা-কর্মচারীর জন্য বাসভবন নির্মাণের স্বল্প উদ্যোগ নিত। তবে কোনো ব্যক্তিকে বা বেসরকারি আবাসন সমিতিকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ছিল মাত্র দুটি, একটি ছিল হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (এইচবিএফসি) এবং অপরটি ছিল করাচি-ভিত্তিক একটি বেসরকারি অর্থঋণ প্রতিষ্ঠান। এইচবিএফসি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালের গৃহনির্মাণ আইনের আওতায় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এবং এর প্রধান কার্যালয় ছিল ঢাকায়। প্রতিষ্ঠানটি মাসিক কিস্তিতে পরিশোধের শর্তে দীর্ঘমেয়াদি (১৫ বছর মেয়াদি) ঋণ দিত। পূর্ব পাকিস্তানে এর দুটি আঞ্চলিক এবং ছয়টি উপ-আঞ্চলিক কার্যালয় ছিল এবং এসবের মাধ্যমে তা এখানকার ৭০টি শহরের মানুষদের গৃহনির্মাণ সুবিধা দিত। পূর্ব পাকিস্তানের শহরগুলিতে তখন কিছু সংখ্যক সংখ্যক গৃহনির্মাণ সমবায় সমিতি সক্রিয় ছিল।

 

 

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তানে এইচবিএফসির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাগুলির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশ নং ৭ (১৯৭৩) অনুযায়ী সেগুলিকে পুনর্গঠন করে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) গঠন করা হয়। এ ছাড়া বাংলাদেশে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, সরকারি ও বেসরকারি প্রায় সকল বড় বড় প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং অনেক অপ্রাতিষ্ঠানিক উৎস (বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন) থেকে গৃহনির্মাণ অর্থসংস্থান হয়ে থাকে। গ্রাম এলাকায় গৃহনির্মাণ অর্থসংস্থানের প্রধান উৎস হচ্ছে আবাসন সমবায় সমিতি। গত শতাব্দীর শেষে ১৯৯৯ সালে দেশের ব্যাংক ব্যবস্থা থকে গৃহনির্মাণ খাতে প্রদত্ত ঋণের দুই-তৃতীয়াংশই দিয়েছে জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংকসমূহ। গৃহনির্মাণ খাতে দেওয়া ব্যাংকসমূহের মোট ঋণ তাদের মোট পরিসম্পদের মাত্র ৪%। ব্যাংকিং খাতের গৃহনির্মাণ ঋণের অধিকাংশই দেওয়া হয়েছে বেসরকারি/ব্যক্তিগত ঋণগ্রহীতাদের, বাকিটা দেওয়া হয়েছে আবাসন সমিতিসমূহকে। ব্যাংকিং খাত থেকে গৃহনির্মাণ সুবিধাপ্রাপ্ত তৃতীয় একটি পক্ষ হচ্ছে ঋণদাতা-ব্যাংকেই কর্মরত কর্মচারী; তারা এ ঋণ বিশেষ সুবিধাজনক শর্তে পেয়ে থাকে।

 

বাংলাদেশে গৃহনির্মাণ ও সংস্থাপন অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এবং সিটি কর্পোরেশনসমূহসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান গৃহনির্মাণ অর্থসংস্থান এবং আবাসন অবকাঠামো নির্মাণে নিয়োজিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালিত ‘গৃহায়ণ তহবিল’ প্রকল্প নিম্ন ও মাঝারি আয়ের লোকদের জন্য গৃহনির্মাণ অর্থসংস্থানের উদ্দেশ্যে  এনজিও এবং বেসরকারি গৃহনির্মাণ প্রতিষ্ঠানসমূহকে স্বল্পসুদে ঋণ তহবিল সরবরাহ করছে।



বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিস

জোন: ঢাকা উত্তর

শাখা:

ঢাকা উত্তর প্রধান শাখা

শাখা:

গুলশান

ঠিকানা:

বাড়ী নং-২, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।

ঠিকানা:

খ-১২/২, শাহজাদপুর, প্রগতী স্মরনী, গুলশান, ঢাকা।

ফোনঃ

০২-৪৮৯৫৫০৫২

ফোনঃ

০২-৫৫০৪৮০৪১,০২-৫৫০৪৮১৯৪

মোবাইল:

০১৫৫০-০৫১০৬৫, ০১৫৫০-০৫১০৬৬

মোবাইল:

০১৫৫০-০৫১০৭৩

ইমেইল:

br.uttara@bhbfc.gov.bd

ইমেইল:

br.gulshan@bhbfc.gov.bd

 

শাখা:

মিরপুর

শাখা:

ধানমন্ডি

ঠিকানা:

প্রশিকা ভবন; আই-১/গ,সেকশন-২, মিরপুর, ঢাকা।

ঠিকানা:

১৯-বি/৪-সি, রিং রোড, শ্যামলী মোহাম্মদপুর, ঢাকা

ফোনঃ

০২-৯০০১০৯০, ৯০১৩১৩১

ফোনঃ

০২-৯১৪৬১২০, ০২-৯১২৫৮৪৬

মোবাইল:

০১৫৫০-০৫১০৭৫, ০১৫৫০-০৫১০৭৬

মোবাইল:

০১৫৫০-০৫১০৭৭, ০১৫৫০-০৫১০৭৮

ইমেইল:

br.mirpur@bhbfc.gov.bd

ইমেইল:

br.dhanmondi@bhbfc.gov.bd

 

শাখা:

পল্লবী

শাখা:

সাভার

ঠিকানা:

১২/বি, এভিনিউ-১,প্লট-৯১, কালশী রোড,পল্লবী, ঢাকা।

ঠিকানা:

বৃষ্টি ভিলা ই/৩, তালবাগ, থানা রোড, সাভার, ঢাকা।

ফোনঃ

০২-৫৫০৭১৮৯২-৩, ০২-৫৫০৭১৮৯১

ফোনঃ

০২-৭৭৪১৮৭৩, ০২-৭৭৪১৯৭২

মোবাইল:

০১৫৫০০৫১০৭৯, ০১৫৫০০৫১০৮০

মোবাইল:

০১৫৫০-০৫১০৮১, ০১৫৫০-০৫১০৮২

ইমেইল:

br.pallabi@bhbfc.gov.bd

ইমেইল:

br.savar@bhbfc.gov.bd

 

শাখা:

মানিকগঞ্জ

শাখা:

নরসিংদী

ঠিকানা:

৭৬/৭৭, শহীদ রফিক রোড, মানিকগঞ্জ।

ঠিকানা:

জেলখানার মোড়, তরোয়া, নরসিংদী।

ফোনঃ

০২-৭৭২০১৩৪, ৭৭২০১৪১

ফোনঃ

০২-৯৪৫২৭১৪

মোবাইল:

০১৫৫০০৫১০৮৩

মোবাইল:

০১৫৫-০০৫১০৭১

ইমেইল:

br.manikganj@bhbfc.gov.bd

ইমেইল:

br.narsingdi@bhbfc.gov.bd

 

 

 

 

শাখা:

গাজীপুর (রিজিওনাল অফিস)

 

 

ঠিকানা:

গাজীপুর আইডিয়াল কলেজ ভবন, শিববাড়ী মোড়, গাজীপুর ।

 

 

ফোনঃ

০২-৪৯২৬৩৩০৭-৮

 

 

মোবাইল:

০১৫৫০-০৫১০৬৭, ০১৫৫০-০৫১০৬৮

 

 

ইমেইল:

br.gazipur@bhbfc.gov.bd

 

 

 

জোন: ঢাকা দক্ষিণ

শাখা:

ঢাকা দক্ষিণ প্রধান শাখা

শাখা:

খিলগাঁও

ঠিকানা:

৩২২/এ, দক্ষিণ যাত্রাবাড়ি (থানা সংলগ্ন), ডেমরা রোড, ঢাকা

ঠিকানা:

৭৩০/১২/১, ব্লক-সি,ঞ-১৭,তালতলা,খিলগাঁও, ঢাকা।
গুগল ম্যাপ এ খুঁজুন

ফোনঃ

০২-৭৫৪২৭২২

ফোনঃ

০২-৪৭২১০৪৫০, ৪৭২১০৪৪০

মোবাইল:

০১৫৫০০৫১০৮৭, ০১৫৫০০৫১০৮৮

মোবাইল:

০১৫৫০-০৫১০৯৩

ইমেইল:

br.jatrabari@bhbfc.gov.bd

ইমেইল:

br.khilgaon@bhbfc.gov.bd

 

শাখা:

কেরানীগঞ্জ

শাখা:

মুন্সিগঞ্জ

ঠিকানা:

হাদিদা প্লাজা, কদমতলী, আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। 

ঠিকানা:

৫৪৭, জসিম প্লাজা(পৌর ভবন সংলগ্ন), মুন্সিগঞ্জ।

ফোনঃ

-

ফোনঃ

০২-৭৬২০০৭২

মোবাইল:

০১৫৫০০৫১০৯৫, ০১৫৫০০৫১০৯৬

মোবাইল:

০১৫৫০০৫১০৯৭

ইমেইল:

br.keraniganj@bhbfc.gov.bd

ইমেইল:

br.munsiganj@bhbfc.gov.bd

 

শাখা:

নারায়নগঞ্জ

 

 

ঠিকানা:

ফজর আলী ট্রেড সেন্টার, ৭৮, বঙ্গবন্ধু রোড, ২নং রেলগেট, নারায়নগঞ্জ

 

 

ফোনঃ

০২-৭৬৪১৬৫২

 

 

মোবাইল:

০১৫৫০-০৫১০৯১

 

 

ইমেইল:

br.narayanganj@bhbfc.gov.bd

 

 

 

জোন: চট্টগ্রাম

শাখা:

চট্টগ্রাম প্রধান শাখা

শাখা:

কুমিল্লা

ঠিকানা:

বিএইচবিএফসি ভবন, ১/ডি,আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম

ঠিকানা:

পুলিশ লাইন মোড়, চৌধুরী প্লাজা, কুমিল্লা

ফোনঃ

০৩১-২৫২০৯২৬

ফোনঃ

০৮১-৭৪৩১৩

মোবাইল:

০১৫৫০-০৫১১২৪, ০১৫৫০-০৫১১২৫

মোবাইল:

০১৫৫০০৫১১২৮, ০১৫৫০-০৫১১২৯

ইমেইল:

br.chittagong@bhbfc.gov.bd

ইমেইল:

br.comilla@bhbfc.gov.bd

 

 

শাখা:

নোয়াখালী

শাখা:

রাঙ্গামাটি

ঠিকানা:

১১৭৩, পশ্চিম সাহাপুর সেন্ট্রাল রোড, সদর, নোয়াখালী

ঠিকানা:

বিজন সরনি, উত্তর কালিন্দীপুর, রাংগামাটি

ফোনঃ

০৩২১-৬১৬৪৪

ফোনঃ

০৩৫১- ৬১৯০১

মোবাইল:

০১৫৫০-০৫১১৩২

মোবাইল:

০১৫৫০০৫১১২৩৭

ইমেইল:

br.noakhali@bhbfc.gov.bd

ইমেইল:

br.rangamati@bhbfc.gov.bd

 

শাখা:

কক্সবাজার

শাখা:

ব্রাক্ষণবাড়িয়া

ঠিকানা:

২৬৭ বাজার ঘাটা, কক্সবাজার মেইন রোড, কক্সবাজার ।

ঠিকানা:

স্টেশন রোড, ব্রাক্ষণবাড়িয়া।

ফোনঃ

০৩৪১-৬৪২৬২

ফোনঃ

০৮৫১-৬২৬১৭

মোবাইল:

০১৫৫০০৫১১৩৯

মোবাইল:

০১৫৫০-০৫১১৪১

ইমেইল:

br.coxsbazar@bhbfc.gov.bd

ইমেইল:

br.brammhanbaria@bhbfc.gov.bd

 

শাখা:

চাঁদপুর

শাখা:

ফেনী

ঠিকানা:

৬৫৮(১), হাজী মহসিন রোড, চাঁদপুর ।

ঠিকানা:

এস.এস.কে রোড (বিদ্যুৎ অফিসের বিপরীতে), ফেনী ।

ফোনঃ

০৮৪১-৬৭০০৫

ফোনঃ

০৩৩১-৬৩০২৯

মোবাইল:

০১৫৫০-০৫১১৪৫

মোবাইল:

০১৫৫০-০৫১১৪৭

ইমেইল:

br.chandpur@bhbfc.gov.bd

ইমেইল:

br.feni@bhbfc.gov.bd

 

শাখা:

লক্ষীপুর

 

 

ঠিকানা:

লাহারকান্দি, ১০ নং পৌরসভা, সদর, লক্ষীপুর ।

 

 

ফোনঃ

০৩৮১-৬২৫৮০

 

 

মোবাইল:

০১৫৫০-০৫১১৪৯, ০১৫৫০-০৫১১৫০

 

 

ইমেইল:

br.lakshmipur@bhbfc.gov.bd

 

 

 

জোন: রাজশাহী

শাখা:

রাজশাহী প্রধান শাখা

শাখা:

পাবনা

ঠিকানা:

২৪৯, শালবাগান, এয়ারপোর্ট রোড, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী ।

ঠিকানা:

১২৭৮, স্কয়ার রোড, শালগাড়িয়া, পাবনা।

ফোনঃ

০৭২১-৭৬০৮৮৫

ফোনঃ

০৭৩১-৬৬১১৬

মোবাইল:

০১৫৫০-০৫১১৫১

মোবাইল:

০১৫৫০০৫১১৫৮

ইমেইল:

br.rajshahi@bhbfc.gov.bd

ইমেইল:

br.pabna@bhbfc.gov.bd

 

শাখা:

সিরাজগঞ্জ

শাখা:

বগুড়া

ঠিকানা:

মুন্সি মেহেরুল্লা রোড, সিরাজগঞ্জ

ঠিকানা:

জান্নাত টাওয়ার, পৌর পার্কের পূর্ব গেট, সাতমাথা, বগুড়া।

ফোনঃ

০৭৫১-৬৪৬১৫

ফোনঃ

০৫১-৬৬৬৬০

মোবাইল:

০১৫৫০০৫১১৬৯; ০১৫৫০০৫১১৭০

মোবাইল:

০১৫৫০০৫১১৬০

ইমেইল:

br.sirajganj@bhbfc.gov.bd

ইমেইল:

br.bogra@bhbfc.gov.bd

 

শাখা:

নওগাঁ

শাখা:

নাটোর

ঠিকানা:

চকএনায়েত, রুবীর মোড়, নওগাঁ।

ঠিকানা:

পুরাতন বাসস্ট্যান্ড, কানাইখালি (হোল্ডিং নং-৫৭০), নাটোর।

ফোনঃ

০৭৪১-৮১৪৯৭

ফোনঃ

০৭৭১-৬২৫৩২

মোবাইল:

০১৫৫০-০৫১১৬৪

মোবাইল:

০১৫৫০০৫১১৬৭

ইমেইল:

br.naogaon@bhbfc.gov.bd

ইমেইল:

br.natore@bhbfc.gov.bd

 

জোন: খুলনা

শাখা:

খুলনা প্রধান শাখা

শাখা:

যশোর

ঠিকানা:

১০৪৬/এ, খান এ সবুর রোড, খুলনা।

ঠিকানা:

চৌধুরী টাওয়ার, ৩৪, রেলরোড, ষট্টিতলা পাড়া, যশোর।

ফোনঃ

০৪১-৭২০৪৩৬

ফোনঃ

০৪২১-৬৩৩৮৫

মোবাইল:

০১৫৫০-০৫১১৭৩

মোবাইল:

০১৫৫০০৫১১৭৬

ইমেইল:

br.khulna@bhbfc.gov.bd

ইমেইল:

br.jessore@bhbfc.gov.bd

 

শাখা:

কুষ্টিয়া

শাখা:

চুয়াডাঙ্গা

ঠিকানা:

এসবি প্লাজা, ৩য় তলা, ৫৪, এন.এস রোড, আমলাপাড়া, কুষ্টিয়া।

ঠিকানা:

একাডেমীর মোড়, রেলপাড়া , চুয়াডাঙ্গা।

ফোনঃ

০৭১-৭১৯২৫

ফোনঃ

০৭৬১-৬৩৮৩২

মোবাইল:

০১৫৫০০৫১১৮২

মোবাইল:

০১৫৫০০৫১১৯৩, ০১৫৫০০৫১১৯৪

ইমেইল:

br.kushtia@bhbfc.gov.bd

ইমেইল:

br.chuadanga@bhbfc.gov.bd

 

শাখা:

ঝিনাইদহ

শাখা:

সাতক্ষীরা

ঠিকানা:

নিঝুম টাওয়ার, ৪২৯, পাগলাকানাই রোড, ঝিনাইদহ।

ঠিকানা:

সাতক্ষীরা সিটি সেন্টার, ১৯, পি.এন স্কুল রোড, সাতক্ষীরা।

ফোনঃ

০৪৫১-৬১১২০

ফোনঃ

০৪৭১-৬৩৭৭০

মোবাইল:

০১৫৫০০৫১১৮৪

মোবাইল:

০১৫৫০-০৫১১৮৬

ইমেইল:

br.jhinaidah@bhbfc.gov.bd

ইমেইল:

br.satkhira@bhbfc.gov.bd

 

শাখা:

বাগেরহাট

শাখা:

মাগুরা

ঠিকানা:

১৯৫/১, দাসপাড়া, বাঘাবাটি, খরদার রোড, বাগেরহাট।

ঠিকানা:

২৭২৫, হাজী সাহেব রোড, ভায়নার মোড়, সদর, মাগুরা।

ফোনঃ

০৪৬৮-৬৪৭৯৭

ফোনঃ

০৪৮৮-৫১০৮২

মোবাইল:

০১৫৫০০৫১১৮৯

মোবাইল:

০১৫৫০০৫১১৯১

ইমেইল:

br.bagerhat@bhbfc.gov.bd

ইমেইল:

br.magura@bhbfc.gov.bd

 

জোন: ময়মনসিংহ

শাখা:

ময়মনসিংহ প্রধান শাখা

শাখা:

টাঙ্গাইল

ঠিকানা:

কে এম টাওয়ার, ১৯ অমৃতবাবু রোড, ময়মনসিংহ।

ঠিকানা:

নীরালার মোড় (রহমান সেন্টার) ৫৫ নং ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল।

ফোনঃ

০৯১-৬৩৮৬৭

ফোনঃ

০৯২১-৬২৫৬২

মোবাইল:

০১৫৫০০৫১১০১

মোবাইল:

০১৫৫০০৫১১০৬

ইমেইল:

br.mymensingh@bhbfc.gov.bd

ইমেইল:

br.tangail@bhbfc.gov.bd

 

শাখা:

জামালপুর

শাখা:

কিশোরগঞ্জ

ঠিকানা:

কাজী গোল্ড মার্কেট, মেডিকেল রোড, দয়াময়ী মোড়, সদর, জামালপুর।

ঠিকানা:

১২৩৬/২, ভাইটাল (সার্কিট হাউজের বিপরীতে), কিশোরগঞ্জ।

ফোনঃ

০৯৮১-৬৪৪৩৮

ফোনঃ

০৯৪১-৬১৯৩৩

মোবাইল:

০১৫৫০-০৫১১০৯

মোবাইল:

০১৫৫০-০৫১১১৫

ইমেইল:

br.jamalpur@bhbfc.gov.bd

ইমেইল:

br.kishoreganj@bhbfc.gov.bd

 

শাখা:

শেরপুর

শাখা:

নেত্রকোনা

ঠিকানা:

ফকির মাহমুদ মার্কেট, সি.এন্ড.বি রোড, খরমপুর, শেরপুর।

ঠিকানা:

কলেজ রোড (স্মৃতি সৌধ সংলগ্ন), সাতপাই, নেত্রকোনা।

ফোনঃ

০৯৩১-৬১৭০৬

ফোনঃ

০৯৫১-৬২৬৯৪

মোবাইল:

০১৫৫০০৫১১১৭, ০১৫৫০০৫১১১8

মোবাইল:

০১৫৫০০৫১১১৯

ইমেইল:

br.sherpur@bhbfc.gov.bd

ইমেইল:

br.netrokona@bhbfc.gov.bd

 

জোন: বরিশাল

শাখা:

বরিশাল প্রধান শাখা

শাখা:

পিরোজপুর

ঠিকানা:

খান ভিলা, বাড়ি-৫৭২, ব্লক-এ, ওয়ার্ড -১৬, গোড়াচাদ দাস লেন, বরিশাল।

ঠিকানা:

হাসপাতাল রোড, পিরোজপুর।

ফোনঃ

০৪৩১-২১৭৩০৮৬

ফোনঃ

০৪৬১-৬৩২১৫

মোবাইল:

০১৫৫০০৫১১৯৭

মোবাইল:

০১৫৫০০৫১২০১

ইমেইল:

br.barisal@bhbfc.gov.bd

ইমেইল:

br.pirojpur@bhbfc.gov.bd

 

শাখা:

পটুয়াখালী

শাখা:

ভোলা

ঠিকানা:

সদর রোড, পটুয়াখালী।

ঠিকানা:

কালিনাথ বাজার, সদর রোড, ভোলা।

ফোনঃ

০৪৪১-৬৩৬৬০

ফোনঃ

০৪৯১-৬১৬৫৫

মোবাইল:

০১৫৫০০৫১২০৩

মোবাইল:

০১৫৫০০৫১২০৫

ইমেইল:

br.patuakhali@bhbfc.gov.bd

ইমেইল:

br.bhola@bhbfc.gov.bd

 

জোন: সিলেট

শাখা:

সিলেট প্রধান শাখা

শাখা:

শ্রীমঙ্গল

ঠিকানা:

রফিক-বোরাক টাওয়ার, ১, লেন-সি, পুরান লেন,
ডায়াবেটিক হাসপাতাল রোড, পূর্ব জিন্দাবাজার, সিলেট।

ঠিকানা:

শরদিন্দু ভবন,মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

ফোনঃ

০৮২১-৭২৯১৬০

ফোনঃ

০৮৬২৬-৭২০০৯

মোবাইল:

০১৫৫০-০৫১২২৭

মোবাইল:

০১৫৫০০৫১২২৯

ইমেইল:

br.sylhet@bhbfc.gov.bd

ইমেইল:

br.sreemangal@bhbfc.gov.bd

 

শাখা:

হবিগঞ্জ

শাখা:

সুনামগঞ্জ

ঠিকানা:

শাহ প্লাজা, বাণিজ্যিক এলাকা, সদর , হবিগঞ্জ।

ঠিকানা:

অয়ন-২৯, আরফিন নগর, সদর, সুনামগঞ্জ।

ফোনঃ

০৮৩১-৫৪০০৯

ফোনঃ

০৮৭১-৬১৬৭৭

মোবাইল:

০১৫৫০০৫১২৩১

মোবাইল:

০১৫৫০০৫১২৩৩

ইমেইল:

br.habiganj@bhbfc.gov.bd

ইমেইল:

br.sunamganj@bhbfc.gov.bd

 

জোন: ফরিদপুর

শাখা:

ফরিদপুর প্রধান শাখা

শাখা:

রাজবাড়ী

ঠিকানা:

 ৫৬/ক, (২য় তলা), চকবাজার, থানা রোড, ফরিদপুর।

ঠিকানা:

মিয়া টাওয়ার, হোল্ডিং নং-২৪২, ২৪৩, কলেজ রোড, রাজবাড়ী।

ফোনঃ

০৬৩১-৬২৫৩৮

ফোনঃ

০৬৪১-৬৬৩৭৭

মোবাইল:

০১৫৫০-০৫১২০৯

মোবাইল:

০১৫৫২-৩২০০৩৮

ইমেইল:

br.faridpur@bhbfc.gov.bd

ইমেইল:

br.rajbari@bhbfc.gov.bd

 

শাখা:

গোপালগঞ্জ

শাখা:

মাদারীপুর

ঠিকানা:

চেম্বার ভবন, ৪৯৭ শিশুবন , গোপালগঞ্জ।

ঠিকানা:

মেলবর্ন প্লাজা, পুরান বাজার, মাদারীপুর।

ফোনঃ

০২-৬৬৮১২৮৯

ফোনঃ

০৬৬১-৬২২৪২

মোবাইল:

০১৫৫০০৫১২১৫

মোবাইল:

০১৫৫০০৫১২১৯

ইমেইল:

br.gopalganj@bhbfc.gov.bd

ইমেইল:

br.madaripur@bhbfc.gov.bd

 

জোন: রংপুর

শাখা:

রংপুর প্রধান শাখা

শাখা:

দিনাজপুর

ঠিকানা:

রংপুর ভবন,শহীদ মূখতার এলাহী সরণী,স্টেশন রোড, রংপুর।

ঠিকানা:

আব্দুর রহিম সুপার মার্কেট, স্টেশন রোড়, বাহাদুর বাজার, দিনাজপুর।

ফোনঃ

০৫২১-৫৫০১৪

ফোনঃ

০৫৩১-৬৭০৩১

মোবাইল:

০১৫৫০-০৫১২৩৭

মোবাইল:

০১৫৫০০৫১২৪১

ইমেইল:

br.rangpur@bhbfc.gov.bd

ইমেইল:

br.dinajpur@bhbfc.gov.bd

 

শাখা:

কুড়িগ্রাম

শাখা:

ঠাকুরগাঁও

ঠিকানা:

আর.কে রোড, সি এন্ড বি মোড়, কুড়িগ্রাম।

ঠিকানা:

তাঁতীপাড়া, কালীবাড়ি রোড, সদর, ঠাকুরগাঁও । 

ফোনঃ

০৫৮১-৬১২০২

ফোনঃ

০৫৬১-৫২৪৮৯

মোবাইল:

০১৫৫০০৫১২৪৩

মোবাইল:

০১৫৫০০৫১২৪৯

ইমেইল:

br.kurigram@bhbfc.gov.bd

ইমেইল:

br.thakurgaon@bhbfc.gov.bd

 

শাখা:

লালমনিরহাট

শাখা:

গাইবান্ধা

ঠিকানা:

তালুক খুটামারা, লালমনিরহাট।

ঠিকানা:

ডিবি রোড, গাইবান্ধা । 

ফোনঃ

০৫৯১-৬২০৫৬

ফোনঃ

০৫৪১-৫১৮১৮

মোবাইল:

০১৫৫০-০৫১২৪৫, ০১৫৫০-০৫১২৪৬

মোবাইল:

০১৫৫০-০৫১২৪৭

ইমেইল:

br.lalmonirhat@bhbfc.gov.bd